নেতা নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডিকে পার্টি করা হোক , হাই কোর্টের (Calcutta High Court) এই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি নিয়ে কোর্টের দ্বারস্থ হলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়।
শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে ইডিকে পার্টি না করার আবেদন পেশ করেন ফিরহাদ হাকিম, অরূপ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি।
২০১৭ সালে তৃণমূলের ১৯ জন নেতামন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি নিয়ে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। দুই মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস ও বিপ্লবকুমার চৌধুরী প্রশ্ন তোলেন, ২০১১-২০১৬ সাল, এই পাঁচ বছরে কীভাবে তৃণমূল নেতাদের বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে ! নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: অনুব্রতর জন্য তৈরী প্রশ্ন, কী কী রয়েছে CBI - এর প্রশ্নমালায়?
ওই সময় আরও একটি মামলা ওঠে হাই কোর্টে। ৩০ জনের নাম আদালতে জমা দেন মামলাকারী অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা করা হয়।