সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই আকাশের মুখ ভার। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি।
আলিপুর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে তিলোত্তমা। এর পাশাপাশি, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। বজ্রপাতের সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। কলকাতা সহ বেশকিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন- Telengana Murder: বিয়ে ঠিক হতেই হুমকি ফোন, ছাত্রনেতার চাপে আত্মহত্যা তেলেঙ্গানার তরুণীর