খাস কলকাতায় প্রোমোটারকে পিটিয়ে খুনের অভিযোগ একদল দুষ্কৃতির বিরুদ্ধে। অভিযোগ, তোলার টাকা না পেয়ে ওই প্রোমোটারকে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে তিলজলায়।
জানা গিয়েছে, গত রবিবার মারধর করা হয় ওই যুবককে। আহতকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সাদিক খান।
জানা গিয়েছে, ফ্ল্যাট, বাড়ি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ওই প্রোমোটার। তাঁর কাছে তোলার টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। গত পাঁচ বছর ধরে সেই টাকা দেননি সাদিক। এরপরই রবিবার তোপসিয়ার পঞ্জাব মিলের কাছে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা।
আরও পড়ুন - রবীন্দ্রসদনে রশিদ খানকে শেষ শ্রদ্ধা বিশিষ্টদের, শিল্পীকে বিদায় জানাতে ভিড় অনুরাগীদের
দুষ্কৃতীদের হাত থেকে সাদিককে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর এক আত্মীয়ের। এই ঘটনার পরেই তিলজলা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।