রাজ্যে পুরসভার বকেয়া ভোটের (Municipal Election 2022) প্রার্থীতালিকায় (Candidate List) 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দিল তৃণমূল কংগ্রেস (AITC)। একই পরিবারের একাধিক নেতাও কাউন্সিলর হওয়ার জন্য লড়তে পারবেন না। শুক্রবার ১০৮টি পুরসভার প্রার্থীতালিকা ঘোষণা করে একথা জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
কলকাতা পুরসভার মতো কোনও বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। তার সঙ্গে নবীন ও প্রবীণ সদস্যদের ভারসাম্য রাখা হচ্ছে দলে। পার্থ চট্টোপাধ্যায় জানান, "পুরভোটে নতুনদের সুযোগ করে দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে, তাঁকেই সমর্থন করতে হবে।" সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের "এক ব্যক্তি এক পদ" নীতিতেও জোর দিচ্ছে দল। দলে যাতে পরিবারতন্ত্রের প্রভাব মুক্ত থাকে, তার দিকেও নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: স্বচ্ছ এবং দ্রুত নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
বিধানসভা নির্বাচনের পর "এক ব্যক্তি এক পদ" নীতির কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা পুরভোটে পাঁচ বিধায়কের প্রার্থীতালিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এই তালিকায় ছিলেন। প্রথমে ঠিক হয়ে গিয়েছিল পাঁচ বিধায়ক ও সাংসদকে টিকিট দেওয়া হবে না। শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তা করা হয়নি।