কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করতে এসে করোনাবিধি ভঙ্গের অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। সোমবার একযোগে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে করোনার বিধি ভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। তৃণমূল এবং সিপিএমকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তাদের পাল্টা দাবি, স্মৃতির দিকে আঙুল না তুলে নিজেদের দলের নেতা-নেত্রীদের এই ব্যাপারে সচেতন করুক তৃণমূল এবং সিপিএম।
এদিন বিকেলে হাওড়া থেকে ভার্চুয়াল মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। এই ঘটনার খানিক পরেই তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের বিধায়ক এবং চিকিৎসক সুদীপ্ত রায় অভিযোগ করেন, রাজ্যে করোনা গ্রাফ আবার বাড়ছে। এই পরিস্থিতিতে একজন কেন্দ্রীয়মন্ত্রী ও দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের কর্মীরা কী ভাবে মাস্ক না পড়ে, দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করতে পারেন ? অভিযোগের প্রায় একই সুর শোনা গিয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। তাঁর অভিযোগ, মেট্রোয় উঠতে গেলে মাস্ক মাস্ট এটাই বলা হয়ে থাকে। সেই মেট্রোর অনুষ্ঠানে একজন কেন্দ্রীয়মন্ত্রী মাস্ক ছাড়া এলেন মাস্কহীন অবস্থাতেই ভিড়ের মধ্যে মেট্রোয় উঠলেন।
আরও পড়ুন : চালু হল ইস্ট-ওয়েস্টের শিয়ালদহ স্টেশন, ১৪ তারিখ থেকে শুরু যাত্রী পরিষেবা
রাজ্যে রোজই বাড়ছে করোনার গ্রাফ। সেই পরিস্থিতিতেই কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ মাস্কহীন অবস্থায় শিয়ালদহে মেট্রো স্টেশন পরিদর্শন করার। যেখানে ঢাল হয়েছে রাজ্য বিজেপি। যাবতীয় অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, করোনা বাড়ছে, এই ব্যাপারে তারা ওয়াকিবহাল। এই ব্যাপারে শাসকদলের নেতা-নেত্রীদেরও পাল্টা কটাক্ষ করা হয়েছে।