বুধবার সকালে ২ দিনের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ধর্না বিক্ষোভের মাঝে আচমকাই মঞ্চে একটি ওয়াশিং মেশিন দেখা যায়। যার উপর লেখা বিজেপি। একটি কালো জামা ওয়াশিং মেশিনে দেওয়া হয়। সেটা সাদা হয়ে বেরিয়ে আসে। জামাদুটি দু-হাতে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকীভাবে ধর্নামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, বিজেপি 'ওয়াশিং মেশিন'। দলবদল করলেই সব অপরাধ মুকুব। তৃণমূলের দাবি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারদায় যুক্ত ছিলেন। কিন্তু দলবদলের পর তাঁকে তলব করেনি ইডি। তৃণমূলের এই প্রচার সর্বভারতীয় স্তরেও বেশ জনপ্রিয়। সম্প্রতি, তেলাঙ্গানায় ওয়াশিং পাওডার নিয়ে একটি রাজনৈতিক প্রচার চালানো হয়। সেখানেও বিজেপি নেতাদের ছবি দেওয়া হয়।
বুধবার থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২ দিন ধর্না কর্মসূচি পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বিকেল ৫টা পর্যন্ত ধর্নায় যোগ দেবেন তিনি।