শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ঘনিষ্ঠ মহলে যারা পরিচিত, তাদের কীভাবে কাঁথি পুরসভার টিকিট দেওয়া হল। কাঁথি ও এগরা নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ থেকে প্রথমে ইস্তফা দেবেন বলে ঠিক করলেও, পরে সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Alkhil Giri)।
জেলায় জেলায় পুরভোটে তৃণমূলের টিকিট দেওয়া নিয়ে বিক্ষোভ অব্যাহত। রাজ্য জুড়েই প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডেও। উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ হয়। তালিকায় নাম না থাকায় বিক্ষোভে প্রাক্তন কাউন্সিলর প্রণব রায়। কাদিহাটি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তাঁর অনুগামীদের। নদিয়ার গয়েশপুরেও একই ছবি ধরা পড়ল। স্থানীয় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাস্তা আটকে চলল বিক্ষোভ। পুরুলিয়ায় প্রার্থী বদলের দাবিতে ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী মৌসুমী ঘোষকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হয়েছে। তাই নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে।
আরও পড়ুন: প্রার্থীতালিকা ঘোষণার পর বিক্ষোভ কর্মীদের একাংশের, পুরুলিয়ায় দল ছাড়লেন বিদায়ী কাউন্সিলর
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) যদিও তৃণমূল কর্মীদের প্রার্থীতালিকা নিয়ে বিক্ষোভ নিয়ে খুশি নন। তিনি বলেন, "আমার মনে হয় সবাইকে এটা মেনে নেওয়া উচিত। না পাওয়া নিশ্চিতভাবে যন্ত্রণা থাকে মানুষের মধ্যে। আমি টিকিট পাইনি। আমারও ছিল। কিন্তু দলটা থাকলে সুযোগ সবার জীবনে আসবে। দল থেকে বেরিয়ে গেলে, বিক্ষোভ করলে বিদ্রোহ করলে কোনও ফল হয় না।"