ইউনিয়ন (Union) দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo)। সোমবার সকাল থেকে চিড়িয়াখানার গেটে জড়ো হন তৃণমূলের কর্মী-সমর্থকরা (TMC Workers)। বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেন তাঁরা। উত্তেজিত তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা খুলে ফেলে দেয়। চিড়িয়াখানায় আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু তৃণমূলের শ্রমিক সংগঠন আলিপুর জু একতা ইউনিয়নের (Alipur Zoo Ekta Union)।
চিড়িয়াখানায় আসেন আইএনটিটিইউসি-র (INTTUC) সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) ও জয়হিন্দ বাহিনীর (Jai Hind Bahini) সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartick Banerjee)। উত্তেজিত কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এরপরই যুগ্মভাবে নতুন সংগঠন শুরুর কথা ঘোষণা করা হয়।
আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "এতদিন চিড়িয়াখানায় কোনও স্বীকৃত ইউনিয়ন ছিল না। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই ইউনিয়ন কাজ করা শুরু করবে। ৩৪৪ জন কর্মী এই ইউনিয়নের সঙ্গে কাজ করবেন।"
তিনি জানান, বিজেপির যে ইউনিয়ন রয়েছে তা স্বীকৃত কোনও ইউনিয়ন নয়। তাঁরা চিড়িয়াখানার কর্মীদের কোনও ভালো-মন্দের খবর রাখে না। এমন কী কর্মীদের দাবিপূরণেও সক্ষম নয়। এবার থেকে তৃণমূলের ইউনিয়ন কর্মীদের দাবি পূরণে এগিয়ে আসবে।
আরও পড়ুন: নেতাজি মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ‘গুলি’
তবে বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, আলিপুর চিড়িয়াখানা ইউনিয়নে তাদের কোনও সদস্য যোগ দেননি তৃণমূলে। কিছু কর্মীকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল রাকেশ সিং নিজে বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন। যখন কর্মীরা জানতে পারেন, তিনি দল ছাড়ছেন না, আর কেউ তৃণমূলের ইউনিয়নে যায়নি। বিজেপির ইউনিয়ন স্বীকৃত নয়, এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, সব স্থায়ী ও ঠিকা কর্মীরা বিজেপি ইউনিয়নের সঙ্গেই যুক্ত। তাঁর অভিযোগ, করোনা অতিমারির সময় জমায়েত করেছে তৃণমূল। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।