ভোট পরবর্তী হিংসা মামলায় বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের। মঙ্গলবার হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিধানসভার ফল প্রকাশের পর এক বিজেপি কর্মী খুনে নাম জড়ায় দেবরাজের। প্রসঙ্গত, রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ এলাকার পরিচিত যুবনেতা।
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ২৩ মে কেষ্টপুরের হরিচাঁদ গুরুচাঁদ পল্লির একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই খুনের পিছনে রয়েছে। এমনকি, বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে চূড়ান্ত অসযোগিতার মুখেও পড়তে হয় বলে দাবি মৃতের আত্মীয়দের। এরপরেই তাঁরা আদালতের শরণাপন্ন হন।
আরও পড়ুন- TET candidates protest: সল্টলেকে রাতভর পথ অবরোধ চাকরিপ্রার্থীদের
আদালতের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার দায়িত্ব পেতেই সক্রিয় হয় সিবিআই। মৃত্যুর জায়গা ঘুরে দেখেন তদন্তকারী দলের প্রতিনিধিরা। কথা হয় প্রসেনজিতের মায়ের সঙ্গেও।