নিরাপত্তার বেড়াজাল ভেঙে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একটি বাদামি খাম দিতে যান তিনি। কিন্তু মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়মভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করার পর সড়কপথে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী। হুগলির কাছে ডানকুনির টোলপ্লাজায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসেন তিনি। গাড়ি চালকের পাশের আসনে বসেছিলেন মুখ্যমন্ত্রী। উইন্ডস্ক্রিন দিয়ে হাত বাড়িয়ে একটি খাম দেন ওই ব্যক্তি। কিন্তু খামটি হাতে নেননি মুখ্যমন্ত্রী। বরং ইশারা করে তাঁকে পিছনে যেতে বলেন। ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার বলয় ডিঙিয়ে কেন তিনি সামনে চলে গেলেন, তা জানতে চায় পুলিশ। কাউন্সিলর কী জবাব দিয়েছেন, তা এখনও জানা যায়নি। তা ছাড়া ওই খামে কী ছিল, তা যদিও জানা যায়নি।