মঙ্গলবার মধ্যরাতে খাস কলকাতায় ব্যাপক সংঘর্ষ(Group Clash in Behala)। স্থানীয়দের অভিযোগ, এই দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে বেহালা পূর্ব বিধানসভার(Behala East Assembly) চড়কতলা এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর(TMC Group Clash) মধ্যেকার দীর্ঘদিনের বিবাদের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার পর থেকে ঘটনার সূত্রপাত। প্রথমে ইট ছোড়াছুড়ি, ভাঙচুর শুরু হলেও এরপর গুলি চলে(Shoot at Behala) বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মোট সাতবার গুলির আওয়াজ পেয়েছেন তাঁরা। ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ(Behala Police Station) থাকলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি।
এলাকায় থাকা এক মন্দিরকে ঘিরে প্রতিবছর পয়লা বৈশাখের আগে চড়কের মেলা(Charak Mela) হয়। সেই মন্দির ও মেলা রাশ কার হাতে থাকবে, তা নিয়েই সমস্যার সূত্রপাত। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী(Police Force)। কিন্তু আক্রান্তদের অভিযোগ, পুলিশের সামনেই আবার নতুন করে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। এই এলাকা দখলের নেপথ্যে উঠে এসেছে বাবান বন্দ্যোপাধ্যায়, তানা ভট্টাচার্য নামক দুই দুষ্কৃতীর নাম। মূলত ১২১ নং ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে এই দুষ্কৃতীদের দ্বন্দ্ব দীর্ঘদিনের বলে জানিয়েছেন স্থানীয়রা।