আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপ-নির্বাচন (By election)। আসানসোলে (Asnasole) হবে লোকসভার ভোট আর বালিগঞ্জে (Ballyging) হবে বিধানসভার ভোট। আর এই দুই কেন্দ্রেই শেষ বেলায় প্রচারে দেখা যেতে পারে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সহ-সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) । তৃণমূল সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ৭ এপ্রিল তিনি বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) হয়ে একটি রোড শো করবেন।
ওই সূত্রের দাবি, পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট পর্যন্ত এই রোড শো করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। শোনা যাচ্ছে, ৯ এপ্রিল তিনি আসানসোলে রোড শো করতে পারেন। ইতিমধ্যেই আসানসোল লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক (Malay Ghatak) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এই বিষয়ে দলের কর্মীদের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন।
আরও পড়ুন : বাংলার সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের
আগামী মঙ্গলবার দিল্লিতে ইডির সদর দফতরে ফের অভিষেকের হাজিরা দেওয়ার কথা। তারপরেই হয়তো দুই কেন্দ্রের প্রচারে নামতে পারেন অভিষেক। গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করছেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, এই পরিস্থিতিতে ভোট প্রচারে অভিষেকের বার্তার দিকেই তাকিয়ে থাকবেন তৃণমূল কর্মী-সমর্থকরা।