একেবারে অন্য রূপ। আজ কোনও মঞ্চ বা সভায় বক্তৃতা দেওয়া তৃণমূল নেতা, বা দলের দায়িত্ব পালন করা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, আজ দুই সন্তানের 'বাবা' অভিষেক বন্দোপাধ্যায়ের দেখা মিলল। সপরিবারে বাগদেবীর আরাধনায় সামিল হয়েছিলেন তিনি। ছেলেকে কোলে নিয়ে বসে অভিষেক বন্দোপাধ্যায়, পাশে শাঁখ বাজাচ্ছে তাঁর মেয়ে৷ তাঁর স্ত্রী এবং বাবাকেও দেখা গেল ছবিতে। এই পারিবারিক 'মিষ্টি' মুহূর্তের ছবি শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পাশাপাশি দেশের দশের শিক্ষায় উন্নতি কামনায় অভিষেক আরও লিখেছেন,'জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতী মেধা-প্রজ্ঞা ও কারুকলার অধিষ্ঠাত্রী দেবী। তিনি জ্যোতির্ময়ী এবং পুস্তকধারিণী মহাশ্বেতা। আজ বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে মা জ্ঞানদায়িনীর কাছে প্রার্থনা জানালাম। বীণাপাণি দেবীর আশীর্বচনে বাংলা তথা দেশের প্রত্যেকটি শিক্ষার্থীর ভবিষ্যত আলোকজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোর দ্যুতিতে তারা আলোকিত হোক - এই কামনা আমার। বাংলা তথা দেশের সকল শিল্পীদের প্রতিভা উন্মীলিত হোক এবং তা গৌরবের সঙ্গে ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশে। মা বাগীশ্বরীর আশিসে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবন হোক কলুষমুক্ত। '