প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশির পর গ্রেফতার তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Arrest)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে প্রথমে আটক, পরে গ্রেফতার করে ইডি (ED)।
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি কুন্তল ঘোষ। এরপরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। কুন্তলকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। শনিবারই তাঁকে আদালতে পেশ করবে ইডি।
আরও পড়ুন: 'আগে ভাল মানুষ হতে হবে', যাদবপুরের মঞ্চে বার্তা চে কন্যা অ্যালেইদার
শুক্রবার থেকে কুন্তলের বিলাসবহুল দুটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। শনিবার সকাল পর্যন্ত তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।