ফের সংঘাত সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের। তৃণমূলের দুই নেতার পরষ্পর বিরোধী মন্তব্যে অস্বস্তিতে রাজ্যের শাসকদল। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন তাপস রায়। জানালেন, তিনি 'গ্রে-হাউন্ড'। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় 'সাদা হাতি'।
দিনকয়েক আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে কটাক্ষ করেন তাপস রায়। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায় 'হাতি চলে বাজার' প্রবাদের সাহায্য নেন। পাল্টা কটাক্ষ করেন তাপস রায়কে।এদিন তাপস রায় বলেন, তিনি কারও কথা উত্তর দিতে চান না। ৫ বারের বিধায়ক ও ১০ বারের কাউন্সিলর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। কালিমালিপ্ত নন, দুর্নীতিগ্রস্তও নন। তিনি পুলিশ হেফাজতে থাকা লোকও নয়।
আরও পড়ুন: জাদুকাঠি বিকল! ৭২ বছরে প্রয়াত হ্যাডরিগ, মন খারাপ পটারহেডদের
এদিন তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে-হাউন্ড। সতর্ক করি, তেড়ে যাই। আমরা সাদা হাতি নই, অনুৎপাদক নই। সুদীপ কি কোনও দিন সংগঠন করেছেন! উনি কি আন্দোলন থেকে উঠে এসেছেন! উনি পরাশ্রয়ী। একে ধরে, ওকে ধরে, কারসাজি করে রাজনীতিতে টিকে আছেন।"
তাপস রায়ের সঙ্গে বাকযুদ্ধ চললেও, বিজয়া সম্মেলনীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।