ব্যক্তি ভুল করলে তার দায় দলের নয়। বিধানসভার অধিবেশনের দিন পরিষদীয় দলের বৈঠকে বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। শোকপ্রস্তাবের পর শেষ হয়ে যায় বিধানসভার প্রথম দিনের অধিবেশন। সেখানেই দলের বিধায়কদের সাফ জানিয়ে দেওয়া হয়, কোনও ব্যক্তির ভুলের দায় নেবে না দল।
ওই বৈঠকে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়, এবার থেকে বিধানসভা অধিবেশনে প্রতিদিন হাজিরা দিতে হবে। তবে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দল কারও ভুলের দায় বহন করবেন না।