রোদ্দুর রায়কে গ্রেফতার করা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বারবার ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। রোদ্দুর রায়ের গ্রেফতারির পর এবার মুখ খুললেন তৃণমূল নেতারাও। কুরুচিকর মন্তব্যের আগে ভাববেন, জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কুনাল ঘোষ জানান, আগেই গ্রেফতার করা উচিত ছিল।
এদিন রোদ্দুর রায়ের গ্রেফতারি নিয়ে কুনাল ঘোষ বলেন, "অনেক আগেই রোদ্দুর রায়ের গ্রেফতার হওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় সবারই স্বাধীনতা আছে। কিন্তু কখনও রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গানকে বিকৃত করছেন। আবার কখনও তিনি যাদের পছন্দ করেন না, তাঁদের নামে অকথ্য গালিগালাজ করছেন। ফেসবুকে কখনও পান থেকে চুন খসলেই সতর্ক করা হয়, ব্লক করা হয়। কিন্তু কখনও অশালীন ভাষা ব্যবহার করলে ব্যবস্থাই নেওয়া হয় না।"
আরও পড়ুন: ভবানীপুরের দম্পতির মেয়েকে ফোন মমতার, দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ সিপিকে
এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোককে দেখেছিলাম। পরে জানলাম তাঁর নাম রোদ্দুর রায়। আসল নাম অনির্বাণ রায়। অশ্রাব্য ভাষায় পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কুরুচিকর আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রী একজন মহিলা ও এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নেত্রী। পাড়ার রকে বসেও এমন মন্তব্য শোনা যায় না। সেগুলো সোশ্যাল মিডিয়ায় অঙ্গভঙ্গি করে বলছেন ওই ব্যক্তি। কলকাতা পুলিশকে টুইট করে বিষয়টি জানিয়েছিলাম। আশা করি সোশ্যাল মিডিয়ায় যে কোনও মানুষ সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করার আগে মানুষ ভাববেন।"