দল চাইলে অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে লিখিয়ে নিতে পারতেন। এসএসকেএম হাসপাতালই লিখে দিত। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর এমনই মন্তব্য কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
মদন মিত্রের দাবি, "দল কখনও অনুব্রত মণ্ডলকে সিবিআই হাজিরা দিতে বারণ করেননি। দল যদি সত্যি চাইত, তাহলে পিজি হাসপাতাল থেকে অনায়াসে অসুস্থ লিখিয়ে নিতে পারতেন অনুব্রত।" মদন মিত্রের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'অনুব্রত কি এই জেলেই আসবে'? কেষ্টর গ্রেফতারির খবর পেয়ে প্রশ্ন পার্থর
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে মোট ১০বার ডেকেছিল সিবিআই। মাত্র একবার নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। গত সোমবার তাঁকে তলব করে সিবিআই। কলকাতা এসে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়ে দেন, হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। সেদিনই বোলপুরের উদ্দেশে রওনা দেন অনুব্রত। এরপরই বুধবার মধ্যরাতে বোলপুরে যায় সিবিআইয়ের বড় টিম। বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে।