প্রায় তিন ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে যান বেলেঘাটার বিধায়ক। জিজ্ঞাসাবাদ শেষে পরেশ পাল জানান, বেলেঘাটা অঞ্চলে সমস্ত কাউন্সিলর-বিধায়ক-নেতা তৃণমূলের। মৃত ব্যক্তি বিজেপি করত বলেই তাঁকে শিখন্ডী করা হয়েছে, অভিযোগ পরেশের। পাশাপাশি তিনি জানান, সিবিআই যতবার ডাকবে, তিনি আসবেন। তবে ঘটনার সময় তিনি সেই এলাকায় ছিলেন না বলেও দাবি তৃণমূল বিধায়কের।
ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআইয়ের দফতরে হাজিরা দেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে যান তিনি। গত বছর নির্বাচন মেটার পরেই কলকাতা-সহ রাজ্য়ে হিংসার অভিযোগ করেছিল বিজেপি। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। সেই সূত্রেই এদিন তৃণমূল বিধায়ককে তলব করা হয়।
আরও পড়ুন- Paresh Pal : সিবিআই হাজিরায় সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক পরেশ পাল
গত বছরের দোসরা মে কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়েছিল। বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে। এরপরই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি চলছে।