ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে যান তিনি। তবে এড়িয়েছেন সংবাদমাধ্যমের যাবতীয় প্রশ্ন। গত বছর নির্বাচন মেটার পরেই কলকাতা-সহ রাজ্য়ে হিংসার অভিযোগ করেছিল বিজেপি। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। সেই সূত্রেই এদিন তৃণমূল বিধায়ককে তলব করা হয়।
গত বছরের দোসরা মে কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়েছিল। বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে। এরপরই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি চলছে।
রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও। আগামী ৯ তারিখ এই মামলার রায় দেওয়ার কথা।