তাঁকে ধরে রাখা খুব কঠিন। বরাহনগরের বিধায়ক ও তৃণমূল নেতা তাপস রায়ে এই দাবিতে হঠাৎ করেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। রবিবার এক জনসভায় তিনি দাবি করেন, তাঁকে ধরে রাখা খুব কঠিন। সময় এলে দলকে সব জানাবেন। তিনি আর রাজনীতি করতে চান না। রাজনৈতিক মহলের মতে, এর আগেও রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন বর্ষীয়ান এই তৃণমূল বিধায়ক। কারণ, তিনি ছাড়া বাড়িতে আর কোনও ব্যক্তি রাজনীতির সঙ্গে জড়িত নন। বিশেষ করে বিধায়কের ছেলে এবং মেয়ে দু জনেই প্রতিষ্ঠিত।
এই ব্যাপারে নিজেই ব্যাখা দিয়েছেন বিধানসভায় উপ-মুখ্যসচেতক। তিনি জানিয়েছেন, সব কিছুর একটা শেষ থাকে। একদিন তিনিও শেষ হবেন। তাই যখন সময় হবে, তিনি রাজনীতি ছাড়ার কথা জানিয়ে দেবেন। তবে তিনি যে ব্যাখাই দিন না কেন, তৃণমূলের একাংশের দাবি, এই ঘটনায় ফের দলের অন্দরে অস্বস্তি তৈরি করেছে।
কংগ্রেস আমলে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন ছাত্র পরিষদের সভাপতি। কলকাতা পুরসভার দু বারের কাউন্সিলর। বিদ্য়াসাগর ও বড়বাজার কেন্দ্র থেকে বিধায়কও। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বরাহনগরে প্রথমবার বিধায়ক। তারপর ওই কেন্দ্রেই বর্তমান তাপস রায়।