তৃণমূল বিধায়কদের (TMC MLA) লেটারহেডে প্রাথমিকে চাকরির (TET Scam) সুপারিশ। মঙ্গলবার আদালতে তিন তৃণমূল নেতার প্যাডে লেখা সেই চিঠিগুলি জমা দেওয়া হয়। অভিযোগ, শাসক দলের তিন নেতা চাকরির প্রার্থীদের তালিকা তৈরি করে তারপর এভাবে সুপারিশ করেছেন। অভিযুক্তদের তালিকায় নাম আছে রাজ্যের মন্ত্রী অখিল গিরি, বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের। হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিঠিগুলি পেশ করা হয়। ২০১৪ সালে টেট দুর্নীতিতে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাই কোর্টে। সেই মামলার শুনানির সময় আজ ওই চিঠিগুলি আদালতে পেশ করা হয়েছে। মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি চিঠিগুলি আদালতে জমা দেন। মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত আছে।
২০১৪ সালে টেট দুর্নীতির মামলায় এর আগে কড়া নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশের পর ২০১৪ সালে টেট দিয়ে চাকরি পাওয়া সমস্ত শিক্ষকের নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়িতে লোহার রড নিয়ে ঢোকে হাফিজুল, নতুন ধারায় মামলা
উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, প্রাথমিকে দুর্নীতি মামলায় যে সমস্ত শিক্ষকের চাকরি গিয়েছে তাঁদের মধ্যে ২২ জনের নাম সুপারিশ করেছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।