পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর অস্বস্তি বেড়েছে তৃণমূলের। সেই অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন দলের সাংসদ জহর সরকার (Jawar Sircar)। সোমবার সংবাদমাধ্যমের কাছে তাঁর অভিযোগ, দলের একটা দিক পচে গিয়েছে। এই দল নিয়ে ২০২৪ সালের লোকসভায় লড়াই করা সম্ভব নয়। বাড়ির লোক ও বন্ধুবান্ধবরা তাঁকে রাজনীতি ছাড়তে বলেছেন বলেও দাবি সাংসদের।
সোমবারই তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ২০২৪ সালের লড়াইয়ের ডাক দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, এটাই তাঁর শেষ লড়াই। সেই দিনই দলের মধ্যেই উলটপুরাণ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, "এদের যদি এখনই বর্জন না করলে, এক সাইড পচা শরীর নিয়ে ২০২৪ সালে লড়াই করা মুশকিল।" তিনি বলেন, "বন্ধুরা বলছেন, তুই এখনও আছিস? কত পেয়েছিস? এই ধরনের লাঞ্ছনা তো জীবনে কখনও শুনতে হয়নি।"
আরও পড়ুন: উৎসব ছাড়া পরিবারের সঙ্গে যোগ নেই, সম্পত্তি মামলায় এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী
দলের সাংসদের এই মন্তব্য নিয়ে যদিও এখনও পর্যন্ত মুখে কুলুপ এটেছে শাসক দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "এই বিষয়ে আমার বিশেষ কোনও বক্তব্য নেই। তবে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে মূল্যায়ন, পর্যবেক্ষণ ও পদক্ষেপ যা করার শীর্ষনেতৃত্ব করছেন।"