শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে। উদ্বোধনের কয়েকঘণ্টা আগেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে। রবিবার রাতে মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনে যাবেন না কোনও সাংসদ বা বিধায়ক।
রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে মেট্রোরেলের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেই সঙ্গে এলাকার বিধায়ক ও সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়। এই প্রসঙ্গে এদিন মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না। কুৎসিত রাজনীতি করছে বিজেপি।"
কুণাল ঘোষের মতো কেন্দ্রকে বিঁধলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নাম না দিয়ে তাঁকে নিমন্ত্রণ করা, এটা একটা অপমান। কেন্দ্র ওপরে, রাজ্য নিচে, এই ভেদাভেদ রাখা ঠিক নয়। যদি মানুষের কাজ করতে হয়, তাহলে মানুষের প্রতিনিধিদের সম্মান দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত জনপ্রতিনিধি। তার নাম না থাকা মানে বাংলার মানুষকেও অপমান করা।"
আরও পড়ুন: আয়ারল্যান্ড ধাঁচে আজ ইস্ট-ওয়েস্টের শিয়ালদহ স্টেশনের উদ্বোধন
প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর। এদিকে মেট্রোর তরফে শেষ মুহূর্তে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই এই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বলেই জানা গিয়েছে।