বাঙালির দুর্গাপুজোকে (Durga Puja) বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO)। রবিবার দক্ষিণ দমদমের ১০টি পুজোকমিটি মিলে এক বিশেষ কার্নিভাল আয়োজন করে। দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) ওই কার্নিভ্যালে ছিলেন সৌগত রায় (Sougata Roy)। পুজোর আমেজ আনতে ঢাকও বাজালেন তৃণমূল সাংসদ।
এদিনের এই অনুষ্ঠান শুধুমাত্র পুজোকেন্দ্রিক নয়। রাজ্যজুড়ে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তা নিয়েও এলাকাবাসীকে সতর্ক করতে অভিনব প্রচার করা হয়। ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে মশারি টানিয়ে শোয়ার অনুরোধও করা হয় পুরসভার পক্ষ থেকে। প্রচারের মাধ্যমে প্লাস্টিক, থার্মোকল ব্যবহার যাতে না করা হয়, তা নিয়ে সচেতন করা হয় এলাকাবাসীকে।
আরও পড়ুন: স্বাভাবিক ছন্দে 'আমব্রেলা গার্ল' সুদীপ্তার জীবন, ইংরেজিতে পাশ, ভর্তি হয়েছেন কলেজেও
এদিন সাংসদ সৌগত রায় বলেন, "দুর্গাপুজোকে ইউনেসকো স্বীকৃতি দেওয়ার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় শোভাযাত্রা করেছিলেন। সেদিন বিভিন্ন পৌরসভাগুলিতেও আলাদা আলাদা করে শোভাযাত্রা হয়েছিল। দক্ষিণ দমদমের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কর্মীরা, রবিবার এই বর্ণাঢ্য শোভাযাত্রা করছে। ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। লাল-পাড়ের শাড়ি পরে মহিলারা আছেন। ১০টি পুজো কমিটিও যোগ দিয়েছে। "