সোমবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ২৫ নভেম্বর ওই বৈঠক হবে। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সব সব সাংসদ ও বিধায়কদের ওই বৈঠকে ডাকা হয়েছে। দলের সাংগঠনিক রদবদল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠক থেকে। অন্যদিকে সোমবার থেকেই বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু। লোকসভারও শীতকালীন অধিবেশন শুরু একই দিনে। তৃণমূল সূত্রে খবর, অধিবেশনে দলীয় সাংসদ ও বিধায়কদের ভূমিকা কী হবে, সেই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন তৃণমূলের দলনেত্রী।
সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলেও প্রথমদিন শোকপ্রস্তাব পাস হয়। ওই দিন বিকেলেই জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকেন দলনেত্রী। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নেতারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে অনেক প্রত্যাশা আসে। এই বৈঠকের পরই তাতে সিলমোহর পড়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, অভিষেক ইতিমধ্যেই রদবদলের একটি তালিকা প্রস্তাব আকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মমতা। বৈঠকেও এই রদবদল নিয়ে আলোচনা হতে পারে।
লোকসভা ও বিধানসভা, দুই ক্ষেত্রেই শীতকালীন অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকতে পারে ওয়াকফ বিল প্রসঙ্গ। এই নিয়ে দুই ক্ষেত্রেই সভাই উত্তাল হতে পারে। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় এসেই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়। লোকসভায় পেশ হওয়ার পরই পর্যালোচনার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠান স্পিকার ওম বিড়লা। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সংসদে জমা দেওয়ার কথা। কমিটিতে থাকা বিরোধীদের দাবি, বিলের একাধিক বিষয় নিয়ে এখনও আলোচনার প্রয়োজন আছে। শীতকালীন অধিবেশন শুরু হলেও ওয়াকফ বিল নিয়ে উত্তেজনার পারদ চড়বে। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।