তৃণমূলের অন্দরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ২ ফেব্রুয়ারি দলের সাংগঠনিক নির্বাচন (TMC Organization Election)। ৩১ মার্চ ঘোষণা করা হবে নতুন কার্যকরী সমিতি। মঙ্গলবার এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচন। রিটার্নিং অফিসার হবেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিজে।
নির্বাচন কমিশন (Election Commission) স্বীকৃত প্রত্যেক দলকেই করতে হয় সাংগঠনিক নির্বাচন। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, "২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। তারপর থেকে বুথ কমিটি থেকে কেন্দ্রীয় কমিটির নির্বাচন শেষ হবে। আগামী ৩১ মার্চের মধ্যে কোভিড বিধি (Covid Guideline) মেনে দলের সর্বস্তরে সাংগঠনিক নির্বাচন সেরে ফেলা হবে। সেদিনই তৃণমূলের কার্যকরী সমিতির ঘোষণা করা হবে।"
আরও পড়ুন: বাইরে কথা, মদনকে সতর্ক করল তৃণমূল 'ক্ষোভের কথা জানাবো কাকে?' পাল্টা কামারহাটির বিধায়কের
পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথমে চেয়ারপার্সন নির্বাচন হবে। এখানে কারা ভোট দিতে পারবেন, সেই তালিকা ২৫ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে। শেষবার ২০১৭ সালে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছিল। তৃণমূলের সংবিধান অনুযায়ী, পাঁচ বছর অন্তর এই সাংগঠনিক নির্বাচন হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের অন্দরের এই নির্বাচনের পর এবার বুথ থেকে জাতীয় স্তরে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।