বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা দিল তৃণমূল। দুর্গাপুরের একটি সভা থেকে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্প নিয়ে আক্রমণ করেন দিলীপ ঘোষ। পাল্টা আক্রমণ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের। নাম না করে তিনি জানান, বিজেপির কাছে এটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। লজ্জা হওয়া উচিত।
এদিন দুর্গাপুরের একটি সভা থেকে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে কিছু দিয়েছেন! তিনি তো বলেছেন আজীবন দেবেন। কেন্দ্র সরকার এই উদ্যোগ বন্ধ করবে বলায় চারিদিকে দৌড়চ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা। ভিখারি বানিয়ে রেখেছে সকলকে। ২ টাকা কিলো চাল যে কেন্দ্র সরকার দেয়, তাও এদিন মনে করিয়ে দেন এই বিজেপি সাংসদ।
লক্ষ্মীর ভাণ্ডার ও খাদ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ। এরপরই মুখ খোলেন তৃণমূল সাংসদ কাকলি। তিনি জানান, "বিজেপি নেতারা বারবার রাজ্যের মানুষকে ভিখারি বলে অসম্মান করেন। তাদের ভাবাবেগে আঘাত করেন। এটা খুবই লজ্জাজনক।"