মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাকে রাজনৈতিক চক্রান্ত বলে মন্তব্য করল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে তৃণমূলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দুই নেতা কুণাল ঘোষ ও জয়প্রকাশ মজুমদার। এই মিছিলে হিংসা ছড়ানোর চেষ্টা করছে কেউ কেউ। ছাত্র সমাজের নামে এই কাজ করা হচ্ছে। এমনই অভিযোগ কুণাল ঘোষের। একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল।
নবান্ন অভিযান নিয়ে সরকারের যে উদ্বেগ আছে, তা গত সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সময় স্পষ্ট হয়ে গিয়েছে। মিছিল নিয়ে প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্ট অবশ্য কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দেয়নি। তবে জানিয়েছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তবে কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে গ্রেফতার করা যাবে না।
তবে সোমবার কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদার সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এই মিছিল বেআইনি। কোনও রুট বলা হয়নি। অশান্তি পাকানোই এই মিছিলের একমাত্র উদ্দেশ্য।