ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই বদল করা হল তৃণমূলের বকেয়া পুরভোটের প্রার্থীতালিকা (TMC Candidate List)। নতুন তালিকায় সই আছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তৃণমূল বিধায়ক সুব্রত বক্সীর (Subrata Bakshi)। তৃণমূল সূত্রে খবর, আগের তালিকা থেকে ২০ শতাংশ পার্থক্য আছে এই নতুন তালিকায়।
শুক্রবার বিকেলে ১০৮টি বকেয়া পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তালিকা ঘোষণা করার পরই জেলায় জেলায় বিক্ষোভের ছবি ধরা পড়ে। তৃণমূল কর্মীদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। তৃণমূল সূত্রে খবর, ওয়েবসাইটে যে তালিকা আছে, তা চূড়ান্ত নয়। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক সুব্রত বক্সীর সই করে একটি তালিকা প্রত্যেক জেলা সভাপতিকে পাঠিয়েছে। সেটি চূড়ান্ত তালিকা।
আরও পড়ুন: ১০৮ পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের,দলে 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর
তৃণমূল সূত্রে খবর, সন্ধের পর জেলা সভাপতিদের আলাদা করে যে তালিকা পাঠানো হয়েছে, তার সঙ্গে প্রকাশিত তালিকায় ২০ শতাংশ পার্থক্য আছে। শুক্রবার বকেয়া পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে প্রার্থীতালিকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীদের একাংশ। রাস্তা অবরোধ করা হয়।