রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে এবার বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। শুক্রবার থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। ১৪ অগাস্ট একটি সভা করে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। বিরোধী দলগুলির সঙ্গে দূরত্ব তৈরি। রাজনৈতিক মহলে তৃণমূলকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে দুদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে দল।
বেহালার ম্যান্টনে স্বাধীনতা দিবসের আগে একটি কর্মসূচিতে প্রত্যেক বছর যোগ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায় নেই। তৃণমূল সূত্রে খবর, এবারও যথারীতি ওই কর্মসূচিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলকে বার্তা দিতে পারেন তিনি।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ও সমীর চক্রবর্তী। সেখানেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলে তৃণমূল। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন দলের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। অনুব্রতকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে যদিও মুখ খোলেনি তৃণমূল।