চিত্রকর শুভাপ্রসন্ন যে ভাষা ব্যবহার করেছেন, তাতে ক্ষুব্ধ তৃণমূলপন্থী দুই প্রবীণ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও সুবোধ সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে উঠেছে। তবে মুখ্যমন্ত্রী কী বলেছেন, তা জানা যায়নি। এবার শুভাপ্রসন্ন রাজ্য সরকারের থেকে কী কী সুবিধা নিয়েছেন, তা জনসমক্ষে আনতে তৎপর তৃণমূলের একটি অংশ।
গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভাপ্রসন্নের 'পানি' ও 'দাওয়াত', এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে জানান, তিনি একমত নন। মুখ্যমন্ত্রী জানান, ভাষার প্রবেশেই ভাষার ভান্ডার বৃদ্ধি হয়। পরে সেই মঞ্চে থাকা কবি সুবোধ সরকার ও নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে আক্রমণ করেন শুভাপ্রসন্ন। এরপরই মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করেছেন দুই প্রবীণ শিল্পী।
আরও পড়ুন: কবি সুভাষগামী একটি মেট্রো রেকে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা, ১৫ মিনিট বন্ধ পরিষেবা
বৃহস্পতিবার এই নিয়ে শুভাপ্রসন্নকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার শুভাপ্রসন্নের সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘক্ষণ কথা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শালীনতার সীমাও লঙ্ঘন করে যায়। দুজনেই তা স্বীকারও করেছেন। এখানেই বিবাদ মেটেনি। তৃণমূলের একাংশের অভিযোগ, রাজ্যের পরিবর্তনের পর বিভিন্ন সরকারি কমিটিতে জায়গা নিয়েছেন তিনি। হেরিটেজ কমিটিরও প্রধান হয়েছে। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে শুভাপ্রসন্নের সম্পর্ক, নিজের টিভি চ্যানেল বিক্রিতে দুর্নীতি, ইত্যাদি অভিযোগও প্রকাশ্যে আনতে তৎপর তৃণমূল।