লাগাতার সরকার বিরোধী রায় দিচ্ছেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে তাঁকে বয়কটের প্রস্তাব দিলেন হাই কোর্টের তৃণমূল (TMC) সমর্থিত আইনজীবীরা। এই নিয়ে বার অ্যাসোসিয়েশনের বৈঠকে কার্যত তোলপাড় হল শুক্রবার। প্রস্তাব পাস হল না। তীব্র বাধাদান করলেন কংগ্রেস (Congress), সিপিএম (CPM) ও বিজেপি (BJP) সমর্থিত আইনজীবীরা।
যদিও তৃণমূল সমর্থিত আইনজীবীদের দাবি, বয়কট নয়, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন সাধনই বৈঠকের প্রধান উদেশ্য ছিল।
দাবি, পাল্টা দাবি নিয়ে দুই আইনজীবী গোষ্ঠীর মধ্যে প্রায় ধাক্কাধাক্কির উপক্রম হয়। প্রথমে বারের বৈঠকে শেষে হাইকোর্টের গেটের বাইরেও বাকবিতণ্ডা চলে।