৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election)। একদিকে এনডি প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। এই নির্বাচনে ভোটই দেবে না তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, তৃণমূলের ৮৫ শতাংশ সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা জানিয়েছেন, আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক হয়েছে। তাই ভোট দেবে না তৃণমূল।
সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, "দল যে সিদ্ধান্তে এসে পৌঁছেছে, আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। একদিকে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। অন্যদিকে মার্গারেট আলভা। সবার সাথে আলোচনা করার পর সবাই একমত হয়েছেন। জগদীপ ধনখড় যতদিন এখানে রাজ্যপাল ছিলেন,ওনার যে দৃষ্টিভঙ্গি, বা একটা রাজনৈতিক দলের কথা মতো, এবং গত ৩ বছর ধরে বাংলার মানুষকে ধাপে ধাপে আক্রমণ করেছে, আমরা দেখেছি। আমরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এনডিএ প্রার্থীকে সাপোর্ট করতে পারি না।"
আরও পড়ুন: ''১০০ দিনের টাকা না পেলে দিল্লিতে গিয়ে ঘেরাও করব'', কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
অভিষেক জানান, "সব সাংসদ মিলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৬ তারিখ, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল। এনডিএ প্রার্থীকে সমর্থনের প্রশ্নই আসছে না। আর যেভাবে বিরোধী প্রার্থী ঠিক হয়েছে, আলোচনা না করে, সেখানেও সমর্থনের প্রশ্ন নেই। সংসদে ৩৫ জন সাংসদ আছে। তাই সম্পূর্ণ ভোটিং বয়কট করছে তৃণমূল।"