বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য ক্যাম্পাস চত্বরে সরস্বতী পুজোর অনুমতি দেয়নি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। তাঁদের সেই 'অজুহাত'-কে থিম করেই সরস্বতী পুজোর আয়োজনে নামছে টিএমসিপি। ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরেই বাণীবন্দনায় সমবেত হবে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। তাঁদের পুজোয় এবার থিম ‘দেশ সেক্যুলার, প্রেসিডেন্সি সেক্যুলার’। সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিয়ে পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা পুরোহিতকে।
সোমবার রাতে ফেসবুকে সরস্বতী পুজোর আমন্ত্রণ পত্র পোস্ট করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। দীর্ঘদিন থেকেই কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীদের একাংশের মত ছিল বিশ্ববিদ্যালয়ে পুজো নয়। তৃণমূলের দাবি ছিল, 'পুজো হবেই'। অবশেষে প্রকাশ্যে আমন্ত্রণের কার্ডও। সেখানে লেখা, ‘‘প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হচ্ছে, সকলের আমন্ত্রণ রইল। উদ্যোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট"।
সরস্বতী পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে এসএফআই-আইসির মত বিরোধী সংগঠনগুলিকেও। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অশিক্ষক কর্মচারিদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তনীদেরও।