হালকা শীত পড়ে গিয়েছে শহরে। চলছে বিয়ের মরসুম (Wedding Season)। এই সময় সোনার গয়না কেনার হিড়িক লাগে। সে মেয়ের বিয়ের গয়না (Gold) হোক বা উপহার। তাই আগামী মাঘ, ফাল্গুনে যারা বিয়ের পিঁড়িতে বসবেন ভাবছেন তাদের জন্য এই সময় সোনায় সোহাগা। কারণ, বিয়ের এই মরসুমে সামান্য হলেও কমেছে সোনার দাম।
শুক্রবার ২রা ডিসেম্বর ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) যাচ্ছে ৪,৮৭৫ টাকা। গতকালকের থেকে কমেছে প্রায় ১০০ টাকা। ১ ডিসেম্বর ২২ ক্যারেট ৮ গ্রাম দাম ছিল ৩৯,৪০০ টাকা ২ ডিসেম্বর তা এক লাফে কমেছে ৪০০ টাকা। আজ ৮ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৩৯,০০০ হাজার টাকা।
আরও পড়ুন : মহাসমারোহে চলছিল গৃহপ্রবেশ! ইডেনসিটির ১০ তলা ফ্ল্যাট থেকে আছড়ে পড়ল শিশু
বৃহস্পতিবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,৩৭৩ টাকা। শুক্রবার সমমানের সোনার দাম যাচ্ছে ৫,৩১৮ টাকা। ২ ডিসেম্বর ২০২২ তারিখে ১০০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫,৩১,৮০০ টাকা।