আজ পঁচাত্তরে গানওয়ালা। সকাল থেকেই কবীর সুমনকে শুভেচ্ছা ভক্তদের। সম্ভবত রবিবারই শেষবারের মতো তাঁকে মঞ্চে দেখা যেতে পারে। তারই প্রস্ততিতে এখন মগ্ন গায়ক। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল 'তোমাকে চাই'। এরপর বাকিটা ইতিহাস।
মুক্ত অর্থনীতির শুরু, সচিনের ব্যটিং, অনেক কিছুর সঙ্গে বদলে গিয়েছিল বাংলা গান। বদলে দিয়েছিলেন এক বঙ্গসন্তান। তাঁর নাম সুমন চট্টোপাধ্যায়। গিটার হাতে তাঁর সেই ঝড়, আজও বঙ্গ সংস্কৃতিতে এক অন্যন্য অধ্যায়।
দেখতে দেখতে আজ পঁচাত্তরে কবীর সুমন। আর এই সময়ের মধ্যে তিনি লেখক, গায়ক থেকে প্রাক্তন সাংসদও। একদা বামেদের শক্ত ঘাঁটি যাদবপুর থেকে জিতে সংসদে গিয়েছিলেন তিনি।