মহাসপ্তমীতে শহরে প্রতিমাদর্শনে জনজোয়ার। উত্তর থেকে দক্ষিণে গাড়ির লম্বা যানজট। ২ বছর পর স্বাভাবিক ছন্দে পুজো। একাধিক প্যান্ডেলে দর্শনার্থীদের লাইন। দুপুর গড়াতেই শহরের রাস্তায় ভিড় জমতে শুরু করে। সন্ধে গড়াতেই দর্শনার্থীদের ঢল নামে শহরের বড় পুজোগুলিতে।
বড় বড় মণ্ডপের বাইরে ঢাকের আওয়াজ গমগম করছে। বিভিন্ন জেলা থেকে পুজোর সময় কিছু পয়সা রোজগার করতে শহরে আসেন ঢাকিরা। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া থেকে এবারও একাধিক ঢাকিরা শহরে এসেছেন। রাস্তার ধারে ফাস্টফুডের স্টলে ভিড়। বড় রেস্তোরাঁগুলিতে লম্বা লাইন। ঢাক, মহাসপ্তমীর পুজো, নতুন জামা, ফাস্টফুড, সব মিলিয়ে মহাসপ্তমীর সন্ধেয় যেন সেই চেনা মেজাজে তিলোত্তমা।
কোভিডের গত ২ বছরে পুজো অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। এবছর দুর্গাপুজো যেন সবটাই ফিরিয়ে দিয়ে গেল বাঙালিকে। ষষ্ঠীর সন্ধে ভারী বৃষ্টিতে ভাসে শহরের একাধিক পুজো। তবে বৃষ্টি মাথায় নিয়েও প্রতিমাদর্শনের উৎসাহে কোনও ভাঁটা পড়েনি। সপ্তমীতে দ্বিগুণ উৎসাহ নিয়ে পথে নামেন দর্শনার্থীরা।