মকর সংক্রান্তির আগে থেকেই গায়েব ছিল শীত। ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি পেয়েছে বঙ্গবাসী। গত কয়েকদিন স্বাভাবিকের থেকে খানিক বেশিই ছিল কলকাতার তাপমাত্রা, গঙ্গাসাগরে ডুব দিয়েও এবার কাঁপতে হয়নি পূণ্যার্থীদের। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি
এদিকে, শীত না থাকলেও ঘন কুয়াশায় ঝাপসা হয়েছে তিলোত্তমার সকাল। বেলা বাড়তেই কুয়াশা উধাও। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ায় বড় ট্যুইস্টের সম্ভাবনা৷ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার কলকাতা সহ উপকূলের জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সোমবার থেকে ফিরবে হালকা শীতের আমেজ।