যাদবপুরের ছাত্রমৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুতে আঙুল উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, অনিয়মও সামনে এসেছে। কাঠগড়ায় তোলা হচ্ছে বাম ছাত্র সংগঠনগুলিকে। এবার এই ইস্যুতে মুখ খুললেন কমলেশ্বর শ্রীলেখারা।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতে, “‘বামপন্থী’ বা ‘মার্কসবাদী’র মতো জেনেরিক বা সার্বজনীন শব্দগুলো ব্যবহার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী আর প্রতিবাদীদের এক আসনে বসিয়ে দেওয়ার চক্রান্তে নেমেছে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া রাজ্য ও কেন্দ্রের শাসকদলের লোকেরা। ‘স্বাধীন’ ও ‘অতিবাম’ নামাঙ্কিত বামপন্থার মুখোশধারী এই দুষ্কৃতীরাই নির্বাচনের সময় রাজ্যের ও কেন্দ্রের শাসকদলের ধ্বজা ধরে। তাই এদের বাঁচাতে আবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে শীর্ষ ক্ষমতার তল্পিবাহকেরা। সাবধান!”
Tiyasha Lepcha: চার বছর আগে বিবাহবিচ্ছেদ, জন্মদিনেই নতুন প্রেমের কথা সামনে আনলেন তিয়াসা
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দুষতে নারাজ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর কথায় “বাংলায় একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম। এটা মাথায় এল যাদবপুর ইউনিভার্সিটি প্রসঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটিতে এসে এই মানুষগুলো খারাপ হয়েছে এ বিশ্বাস আমি করি না। একটু গভীরভাবে ভাবতে শিখুন, মানুষের বেড়ে ওঠা তার পারিপার্শ্বিক তার পূর্ব কোন অভিজ্ঞতা আরও অনেক কিছু থাকতে পারে। মানুষ আসলেই ঈশ্বর বা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। জঙ্গলে বাঘ সিংহ শিকার করে তার ক্ষুধা নিবৃত্ত করার জন্য, মানুষ সজ্ঞানে রেপ করে খুন করে ব়্যাগিং করে। আরও কত কিছুই করে।”
Mrinal Sen-Kaushik Ganguly: চার দশক পর আবার 'পালান', পাওলি-যীশুর ছবির মুক্তির দিন ঘোষণা
এদিকে বুধবার প্রাক্তনীদের মোমবাতি মিছিলে যোগ দিয়ে আন্দোলনের পাশে থেকেছেন বাংলার জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী।