প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক মহলের পাশাপাশি শোকের ছায়া বিনোদন জগতেও। শোকপ্রকাশ রাজ্যের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকদের। সোশাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, তিনি ছিলেন আলোর পথযাত্রি।
শোকপ্রকাশ করেছেন পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়ও। ফেসবুকে তাঁর পোস্ট, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল-সেলাম। আর্দশের মৃত্যু হয় না, লাল-সেলাম কমরেড। বুদ্ধবাবুর প্রয়াণে প্রতিক্রিয়া সিরিয়াল অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের।
পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিক্রিয়া, রাজ্যে আজ এক দুঃখের দিন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্যর বলে অভিহিত করেছেন বাবলির পরিচালক। রাজ্যের বিধায়ক কাঞ্চন মল্লিকের তাঁর শোকবার্তায় জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মার শান্তি কামনা করছেন।