গণতান্ত্রিক আন্দোলনে সরকারি আঘাতের অভিযোগ। করুণাময়ীর ঘটনা নিয়ে এমনটাই অভিযোগে টলিউডের বুদ্ধিজীবীদের একাংশের। বিশেষকরে অপর্ণা সেন, ঋদ্ধি সেনের মতো তারকারা করুণাময়ীর ঘটনা নিয়ে সরব হয়েছেন। বৃহস্পতিবার রাতে ৮৪ ঘণ্টার আমরন অনশন শেষ হয়ে গিয়েছে মাত্র ২০ মিনিটে। করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের সরাতে পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ করা হয়েছে। যা অবশ্য উড়িয়ে দিয়েছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই কাজ করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অনশনরত চাকরিপ্রার্থীদের রাতে সরিয়ে দেয় পুলিশ। প্রতিবাদে শুক্রবার সকালে পরিচালক অপর্ণা সেন টুইট। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার অনশনকারীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে। অহিংস আন্দোলনে ১৪৪ ধারা জারি হল কেন? পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। ফেসবুকে আর এক অভিনেতা ঋদ্ধি সেন লিখেছেন, ‘ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য। এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে।
শুধু অপর্ণা সেন ও ঋদ্ধি সেন নন, করুণাময়ীর ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষ, হীরনের মতো তারকারা। শ্রীলেখার অভিযোগ, চোরেরা বাইরে, আর শিক্ষিতদের জেলে ভরছে পুলিশ। অভিনেতা ও বিজেপি বিধায়ক হীরণ দুঁষেছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর সহযোগিদের।
বুদ্ধিজীবীদের একাংশকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর পাল্টা দাবি, অনশন তুলতে বারবার সরকার অনুরোধ করেছিল। তাঁর মতে, আন্দোলনের বদলে সরকারের সঙ্গে আলোচনায় বসলে, সমস্য়ার অনেকটাই সমাধান হতে পারত।