অবশেষে জল্পনার অবসান। বঙ্গসফর বাতিল করছেন না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই মাসেই রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এরপরই রাজ্য আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এমনই জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। জানান, আগামী ১৯ জানুয়ারি রাজ্যে আসবেন জে পি নড্ডা। এরপরই অমিত শাহ ও নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন।
২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যে ১৪টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ১২টি করে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এবার দলের পক্ষ থেকে জে পি নড্ডার সভার দিন ঘোষণা করল রাজ্য বিজেপি।