জলের পাইপ ফেটে বিপত্তি(Landslide in Kolkata)। রাস্তায় ধসের কারণে তীব্র যানজট বিবাদী বাগ-হাওড়া বাস রুটে(Howrah-BBD Bag Bus Route)। শুক্রবার রাতে প্রথম বড়বাজারের ব্রেবোর্ন রোড ফ্লাইওভারের(Brabourne Road Flyover) নীচের এই ঘটনা নজরে আসে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের। রাস্তার পাশে বেশ কিছুটা অংশ বসে গিয়েছে দেখেই খবর যায় পুরসভায়(KMC)। এরপর শনিবার পুরসভার কর্মীরা এলাকায় যান। তাঁরা পরীক্ষা করে দেখে জানান জলের পাইপ ফেটেই এই বিপত্তির সৃষ্টি হয়েছে। শুরু হয় মেরামতির কাজ।
এই ধসের কারণে ওই রুটের বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় অন্য রাস্তায়। বিবাদী বাগ-হাওড়ার(Howrah-BBD Bag Bus Route) মতো ব্যস্ত রুটগুলির বাস অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। অন্যান্য গাড়িগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে যান চলাচলের বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হয়।
আরও পড়ুন- Bowbazar incident: বউবাজারের ঘটনায় কেএমআরসিএলের ওপর ক্ষুব্ধ ফিরহাদ, দাঁড়ালেন এলাকার বাসিন্দাদের পাশে
পুরসভার এক আধিকারিক জানান, আশা করা যাচ্ছে, শনিবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এর ফলে ওই এলাকায় কোনও জল পরিষেবার(Water Facility) সমস্যা হবে না বলেও জানান তিনি।