পয়লা সেপ্টেম্বর পুজোর আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির জন্য হাঁটবে কলকাতা। কিন্তু কোন পথে হাঁটা হবে ? কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়ে দিল, বৃহস্পতিবার মিছিল শুরু হবে দুপুর একটায়। জোড়াসাঁকো থেকে শুরু হয়ে মিছিল যাবে রানি রাসমণি রোড পর্যন্ত। ওই দিন কলকাতা শহরের ২১টি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ওই রাস্তাগুলিতে ট্রাম চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মিছিলের দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির ঢোকা বন্ধ থাকবে। অন্যান্য রাস্তায় প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মিছিলের দু’দিন আগে থেকে রেড রোডে যান চালচল নিয়ন্ত্রণ করা হবে। ওই নিয়ন্ত্রণ চলবে মিছিলের দু’দিন পরেও।
ওই দিন মিছিলে হাঁটবেন সরকারি কর্মচারী, স্কুল পড়ুয়া এবং পুজো কমিটির উদ্য়োক্তারা। মিছিলকে কেন্দ্র করে শহরে যানজটের সম্ভাবনা। তা এড়ানোর পাশাপাশি শহরকে সচল রাখতে যান নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ।