বুধবার রাজপথে একদিকে শাসকদল তৃণমূল। অন্যদিকে পথে নেমেছে বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে বুধবার দুপুরের পর থেকে শহরের একাংশ যানজটে প্রায় অবরুদ্ধ। উত্তর ও মধ্য কলকাতায় যান চলাচলে নিয়ন্ত্রণ করছে পুলিশ। যার ফলে শহরের বিস্তীর্ণ অংশে প্রভাব পড়েছে।
ধর্মতলায় রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুবর সমাবেশের আয়োজন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্য কলকাতায় এর জেরে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি। আছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। যার জেরে ভূপেন বোস অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। উত্তর কলকাতায় একাধিক রাস্তায় চাপ বাড়ছে। বুধবার দুপুরে মিছিল করছে বাম-কংগ্রেসও। রামলীলা ময়দান থেকে লেডি বেব্রোর্ন কলেজ পর্যন্ত মিছিল আছে বাম-কংগ্রেসের। নেতৃত্বে রয়েছেন বিমান বসু -সহ একাধিক নেতাকর্মী।
যানজটের জেরে ধর্মতলা, হাওড়া, শ্যামবাজার, শিয়ালদহ, মৌলালি, এন্টালি, একাধিক রাস্তায় বিকেলে তীব্র যানজটের আশঙ্কা আছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।