বালিগঞ্জ স্টেশনে ওভারহেডের তার ছিড়ে বিপত্তি। আধঘণ্টার বেশি বন্ধ শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল। অফিসযাত্রীরা সাতসকালে চূড়ান্ত ভোগান্তির শিকার।
সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বজবজ, সোনারপুর, ক্যানিং সহ একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়। জানা যায়, মালগাড়ির লাইনে ওভারহেডের তার ছিড়েই বিপত্তি। বালিগঞ্জ জংশন দিয়ে সব লাইনের ট্রেন চলাচল করে। তাই আপ ও ডাউনে অনেক ট্রেন আটকে পড়ে। সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ ফের লাইন চালু হয়।
সাত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষুব্ধ অফিসযাত্রীরা।