কলকাতার চারটি রুটে ট্রাম চলবে। মঙ্গলবার এ কথা জানাল রাজ্যের পরিবহন দফতর। কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িত ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার আর্জিতে ক্ষোভ প্রকাশ করেছিল হাই কোর্ট। সোমবার ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার পরের দিনই সরকার চারটি রুটে ট্রাম চালানোর কথা জানাল।
পরিবহন দফতরের এক কর্তা জানিয়েছেন, সরকার সব সময়ই ট্রাম চালাতে চায়। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং শ্যামবাজার থেকে ধর্মতলার মধ্যে বর্তমানে ট্রাম চলাচল করছে। ধর্মতলা থেকে খিদিরপুর রুটেও ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে। জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজের জন্য আপাতত ওই রুটে ট্রাম চলছে না।
কলকাতায় ট্রাম চলাচল বন্ধের আর্জি জানিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্য সরকার জানায়, ট্রামের ধীর গতির জন্য ট্র্যাফিক নিয়ন্ত্রণে সমস্যা হয়। সেই কারণে কলকাতা পুলিশ ট্রাম চালানোর বিরোধিতা করেছে। বিচারপতি এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেন, ট্রাম কলকাতার ঐতিহ্য, একে রক্ষা করতে হবে।