১১ ডিসেম্বর, রবিবার টেট পরীক্ষা(Primary TET Exam 2022)। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় কোমর বেঁধে নেমেছে নবান্ন। পাশাপাশি, বিতর্ক এড়াতে শিক্ষা দফতরের(WB Education Department) তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার পরামর্শ দিয়েছে পরিবহন দফতর।
দীর্ঘ ৮ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট(Primary TET 2022)। নিয়োগ দুর্নীতিতে যখন জর্জরিত রাজ্য, টেট নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হচ্ছে পর্ষদ, এমন আবহে টেট পরীক্ষার ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Tet Exam 2022)। আগেভাগেই প্রকাশ করা হয় টেট গাইডলাইন(TET Guideline)।
গাইডলাইনে(TET Guideline) বলা হয়েছে, ১১ টার মধ্যে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে। তারপর আর ঢুকতে দেওয়া হবে না । প্রশ্নপত্র রাখা থাকবে থানায়। সেন্টার ইনচার্জের হাতে প্রশ্নপত্র ১১ টার আগে কোনওভাবেই পৌঁছবে না। বেলা ১২টা থেকে পরীক্ষা, ১১ টা ৪৫- এর আগে খোলা যাবে না প্রশ্নপত্রের সিল। ওএমআর শিটের(TET Exam 2022) সবুজ প্রতিলিপি নিয়ে বাড়ি ফিরতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে থাকবে বায়োমেট্রিক মেশিন ও সিসিটিভি। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হবে। প্রশ্নফাঁস রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ(Primary TET 2022)।