রাজ্যে অ্যাপ ক্যাবের (App CAB) ভাড়া বেঁধে দিল রাজ্য পরিবহণ দফতর। এই নিয়ে বৃহস্পতিবার একটি নোটিফিকেশন জারি করে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। নানা কারণে ইচ্ছেমতো ভাড়া চাইত অ্যাপ ক্যাব সার্ভিস। রাজ্যে এসি ট্যাক্সির (AC Taxi) ভাড়ার বেস ফেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা। পরিবহণ দফতরের নোটিফিকেশন অনুযায়ী, ৫০ শতাংশ ভাড়া বেশি নিতে পারবে অ্য়াপ ক্যাবগুলি।
পরিবহণ দফতরের নোটিফিকেশন অনুযায়ী, রাজ্যে অ্য়াপ ক্যাবগুলির সর্বাধিক বেস ফেয়ার থাকবে ৫৬ টাকা ২৫ পয়সা। প্রতি কিলোমিটার অনুযায়ী ১৮ টাকা ৭৫ পয়সা ভাড়া নিতে পারবে। বৃষ্টি, পুজো বা গাড়ি কম থাকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সারচার্জ (Surcharge) বাড়াত অ্যাপ ক্যাব সার্ভিসের ড্রাইভাররা। এবার থেকে এসব করা যাবে না।
ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিল রাজ্য। যাত্রী বা ড্রাইভার, যার পক্ষ থেকে ট্রিপ ক্যানসেল করা হবে, তাকে মোট ভাড়ার ১০ শতাংশ দিতে হবে। ৩ কিলোমিটারের মধ্যে গাড়ি থাকলে, কোনও পিক-আপ চার্জও থাকবে না।
আরও পড়ুন: নোনাপুকুর ট্রাম ডিপোতে আচমকা আগুন! নিয়ন্ত্রণে আনল দমকল
পরিবহণ দফতরের নোটিফিকেশন অনুযায়ী, যে সংস্থা ক্যাব চালাবে তাঁদের সার্ভার এই রাজ্যেই থাকতে হবে। সার্ভারের সেই ডেটা রাজ্যের সব এজেন্সি প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কমপক্ষে ৩ মাস ও সর্বাধিক ২ বছর পর্যন্ত ডেটা রাখতে হবে অ্যাপ ক্যাব সংস্থাকে। যাত্রী সুরক্ষার জন্য গাড়িতে ভেহিক্যালস ট্র্যাকিং সিস্টেম থাকতেই হবে। ড্রাইভারের ২ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। গাড়ির ফিটনেস নিয়েও রাজ্যের পরিবহণ দফতরের নিয়ম মানতে হবে। চালকদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিতে হবে সংস্থাকে।